
মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দৃষ্টিনন্দন ‘জামিয়া ইসলামিয়া রিয়াজিয়া জামে মসজিদ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) জুম্মার নামাজের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মসজিদটি মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়।
পৌর এলাকার ছোট রাউতা মাদ্রাসা মাঠে অবস্থিত এই নবনির্মিত মসজিদে জুম্মার খুতবা প্রদান ও ইমামতি করে উদ্বোধন করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব এবং নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপি জোটের সংসদ সদস্য প্রার্থী আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দী।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার পৌরসভার সাবেক মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু। এছাড়াও উপস্থিত ছিলেন ডোমার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ মুফতি মাহামুদ বিন আলম, জমিয়তে উলামায়ে ইসলাম ডোমার উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ গোলাম কিবরিয়া পাপ্পু, সংশ্লিষ্ট মাদ্রাসার শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিশাল বাজেটে নির্মিত এই আধুনিক ও সুদৃশ্য মসজিদটি উদ্বোধনের ফলে স্থানীয় মুসল্লিদের মাঝে আনন্দ ও উদ্দীপনা দেখা দিয়েছে। এর মাধ্যমে অত্র অঞ্চলের মানুষের ইবাদত-বন্দেগির সুযোগ আরও সহজ ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন উপস্থিত ধর্মপ্রাণ মুসলমানরা।
এম.এম/সকালবেলা